ভালো থেকো- হুমায়ুন আজাদ
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।
ভালো থেকো।
ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাশিঁ।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল,
ভালো থেকো বক, আড়িয়ল বিল,
ভালো থেকো নাও, মধুমতি গাও,ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
........................................
........................................
আজ আমার খুব কাছের একজন মানুষের জন্মদিন। যে মানষটি আজ পর্যন্ত জানে না তার জন্মদাতা পিতা বা তার জন্মদাত্রী মাতা কে... হয়তোবা আজ পর্যন্ত তা জানার প্রয়োজনবোধ ও করে নাই। তবুও আমি জানি সে এখনো মাঝে মাঝে বালিসে মুখ গুঁজে কাঁদে ... একা একা...
তারপরও আমি প্রায়শই এই কাছের মানুষটাকে গালিগালাজ করি... অকথ্য ভাষায় ...বাবা মা তুলে... কারণে অকারণে ... ছোট খাটো ভুল হলে। সে মন খারাপ করে, তবুও চুপ করে থাকে... হয়তোবা ভয় পায়... ভয় পায় আরো বেশী গালিগালাজকে। তবুও সে আমায় তার সবকিছুই উজার করে দিচ্ছে, কাছে পাবার জন্য ...এমনকি নিজের ধর্মটাকেও....
আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। তবুও তুমি আমার কাছের মানুষ। আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র সম্বল....
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।
ভালো থেকো।
ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাশিঁ।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল,
ভালো থেকো বক, আড়িয়ল বিল,
ভালো থেকো নাও, মধুমতি গাও,ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
........................................
........................................
আজ আমার খুব কাছের একজন মানুষের জন্মদিন। যে মানষটি আজ পর্যন্ত জানে না তার জন্মদাতা পিতা বা তার জন্মদাত্রী মাতা কে... হয়তোবা আজ পর্যন্ত তা জানার প্রয়োজনবোধ ও করে নাই। তবুও আমি জানি সে এখনো মাঝে মাঝে বালিসে মুখ গুঁজে কাঁদে ... একা একা...
তারপরও আমি প্রায়শই এই কাছের মানুষটাকে গালিগালাজ করি... অকথ্য ভাষায় ...বাবা মা তুলে... কারণে অকারণে ... ছোট খাটো ভুল হলে। সে মন খারাপ করে, তবুও চুপ করে থাকে... হয়তোবা ভয় পায়... ভয় পায় আরো বেশী গালিগালাজকে। তবুও সে আমায় তার সবকিছুই উজার করে দিচ্ছে, কাছে পাবার জন্য ...এমনকি নিজের ধর্মটাকেও....
আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। তবুও তুমি আমার কাছের মানুষ। আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র সম্বল....