Saturday, January 11, 2014

100


'মিউজিক ' আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। যদিও আমি গান গাইতে পারি না, তারপরও 'মিউজিক ' এর আলাদা একটা অর্থ আছে আমার কাছে। এই অর্থ জানার জন্য গান গাইতে পারাটা জরুরি না। আজ কথা প্রশ্নই একজন বলছিল যে তাদের সিলেটে নাকি এক নামকরা সাইকেলের মেকানিক্ আছে যে কিনা গত ৩০ বছর ধরে সিলেটে সাইকেল রিপেয়ার করে আসছে একই জায়গায় বসে। কিন্তু সে সাইকেল চালাতে পারে না। উনার নাকি সাইকেল চালাতে ভয় করে। বিজ্ঞানের ভাষায় বললে বলতে হবে উনার 'cyclophobia' আছে।  তবে আমার 'Decantophobia' নেই। আমি গান গাইতে থাকি যখনই আমার মঞ্চায় তখন, কেউ শুনুক বা না শুনুক।  তাই আজ থেকে আমি আগামী ৩ মাসের জন্য প্রতিদিন একটা করে গান শোনাবো আপনাদের। ভয় পাবেন না, আমি আমার গাওয়া গান নয় বরং ২০১৩ সালের সেরা কিছু গান আপনাদের প্রতিদিন একটা করে শোনাবো।

আজ শোনাবো The Killers এর ' shot at the night'

গানটি ব্যান্ড দলটি গত বছরের সেপ্টেম্বরের ১৬ তারিখে লন্ডনের কনসার্টে তাদের ১০ বছর পূর্তি উপলক্ষে শোনায়। এরপর পরই গানটি বিলবোর্ড মাতিয়ে দেয়। কিছু কিছু গান আছে যাদের কোনো নিদৃষ্ট ভক্তকূল থাকে না। Shot at the night গানটিও সেই ঘরনার।

যদিও আমি আমার পছন্দের গানের মিউজিক ভিডিও দেখি না (নিজের মতো করে কল্পনা করতে বেশি ভালোবাসি)  তারপরও গানটির ভিডিও লিংক দিলাম। ভালো করেছে মিউজিক ভিডিও টি।



mp3 Download link : 



The Killers - Shot At The Night


Once in a lifetime, the suffering of fools
To find our way home, to break in these palms
Once in a lifetime (Once in a lifetime)
Once in a lifetime

Give me a shot at the night
Give me a moment, some kinda mysterious
Give me a shot at the night
Give me a moment, some kinda mysterious

Once in a lifetime, the breaking of the roof
To find that our home, has long been out grown
Draw me a life line, 'cause honey I got nothing to lose
Once in a lifetime (Once in a lifetime)
Once in a lifetime
..............

0 comments: