Monday, April 1, 2013

সাম্প্রতিক দাঙ্গা কিভাবে বাধছে ডিজিটাল বাংলাদেশে তার একটা নমুনা (১৮+)



আজ সকালে অফিসে এসেই দেখি, আমার পরিচিত একজন প্রিয় ব্লগার তার ফেইসবুকে একটা ছবি শেয়ার করেছে  অন্য আরেকটি পেজের। ছবিটি সত্যই অত্যন্ত নৃশংস। যে ই দেখবে তারই মাথায় চট করে রক্ত ঊঠে যাবে। ইচ্ছে করবে যে এই কাজটি করেছে তাকে গুলি করে মেরে ফেলি। তাকে না পেলে তার পরিবারের কাউকে। তার পরিবারের কাউকে না পেলে তার বংশের কাউকে। তার বংশের কাউকে না পেলে তার পুরো গোষ্ঠির কাউকে। আর সবশেষে তার পুরো গোষ্ঠির কাউকে না পেলে তার ধর্মের কাউকে... তবে মারতে কাউকে হবেই...  এবার ছবিটা দেখুন আপনি একবার...


আর এই হচ্ছে সেই পেজের লিঙ্কঃ  (আমি কমেন্ট করার পর পেজটি মুছে ফেলা হয়েছে)


কি ইচ্ছে করছে না এই মুসলমান বাচ্চাগুলোকে যে মেরেছে তার প্রতিশোধ নিয়ে ফেলি এখনই... দেখুন তো আশপাশে খুজে পান কিনা কোন মন্দির বা বোদ্ধ মন্দির... না পেলে খুজে বের করুন একজন বোদ্ধ ধর্মাবলম্বীকে। যার উপর হামলা করে এই নৃশংস হত্যাকান্ডের বিচার পাওয়া যাবে।

কি প্রস্তুত হয়েছেন তো লাঠি সোঠা নিয়ে ?

হামলা করবার আগে একবার কি ঘুরে আসা যাবে নিচের লিঙ্ক থেকে?


আরো কিছু ছবি









দেখুন তো চিনতে পারেন কিনা আগের ছবির মাসুম বাচ্চাগুলোর মুখগুলোকে... চিনতে পেরেছেন ?


ওরা ছিল শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিলআদিবাসীদের কিছু মানুষ যাদেরকে আজ থেকে আরো ৩ বছর আগে ২০০৯ সালে হত্যা করা হয়েছিল গৃহযুদ্ধের সময়। যা হয়তো আমাদের সাথেও হতে পারে, যদি কিনা এই ধরনের উল্টা-পাল্টা ভুয়া নিউজে দেশের মানুষকে উত্তেজিত করে তোলা যায়।

তাহলে নিশ্চয়ই এখন আর আগের মতো মাথাটা গরম হচ্ছে না, তাই না ? কারণ ওরা তো মুসলমানের বাচ্চা না। আর যেহেতু মুসলমানের বাচ্চা না, তাহলে ওরা তো মানুষের কাতারে পরে না। তাই না ?
এখন আপনি আমাকে বলেন, আপনি কি পরেন তথাকথিত সেই ‘মানুষের কাতারে’ ?
আপনার ধর্ম কি আপনাকে এই শিক্ষা দিয়েছে যে, একটা বিষয়ে ভালোভাবে না জেনে অন্যের উপর দোষ আরোপ করে নিরীহ মানুষকে ধর্মের দোহাই দিয়ে, উষ্কানীমূলক পোষ্ট দিয়ে, যুলুম করে ঘর বাড়ি সব ভেঙ্গে দেওয়া ?

আপনার এতোদিনের অর্জিত শিক্ষা থেকে কি আপনি এতোটুকুও শিখেন নি যে কিভাবে একটা সোর্স এর তথ্য সঠিক না ভুল তা যাচাই করে দেখা যায়। ফেইসবুক, ব্লগ, তুরাগ বাস, আর ৬ নাম্বার বাসে তো ধুপ ধাপ করে অনেক কথাই বলে ফেলেন। একবারও কি ভেবে দেখতে ইচ্ছে করে না, যে কথা গুলো বলেছেন তা আদো সত্য কিনা ?

আপনার একটা ভুল কথার জন্য ভেঙ্গে চুরমার হয়ে যেতে পারে একটা পরিবারের স্বপ্ন। তাই না জেনে শোনে একটা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়া কি ঠিক হচ্ছে ?


0 comments: